Student Policy
১। ক্লাসে অন্য শিক্ষার্থীদের কিংবা মেয়ে শিক্ষার্থীদেরকে কটুক্তি করে কিছু বলা যাবে না। যদি কেউ কোন ব্যাপারে ভুল করে তাহলে বিনয়ের সাথে সংশোধন করে দিবেন অথবা আমাকে অবগত করবেন।
২। আমাদের নির্ধারিত গ্রুপের বাহিরে অন্য কোন আলাদা গ্রুপ খোলা যাবেনা।
৩। আমাদের কোন ডাটা/তথ্য, রেকর্ডেড ভিডিও ক্লাস কিংবা মিটিং লিঙ্ক/আইডি বাহিরের কোন ফেইসবুক গ্রুপ, ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল কিংবা অন্য কোথাও শেয়ার বা বিক্রি করা যাবে না। যদি এরূপ প্রমাণ পাওয়া যায় তাহলে সরাসরি আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
৪।প্রতিটি সম্পন্ন হওয়া ক্লাসের ভিডিও উক্ত ক্লাসের লিংকে সর্বোচ্চ ৭ দিন থাকবে। তাই উক্ত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেকর্ডেড ক্লাস ডাউনলোড করে নিতে হবে (যদি ক্লাস ড্রাইভে আপলোড করা হয়)।
৫।ব্যাচ গ্রুপ গুলোতে কোর্স পাঠ সর্ম্পকিত কোন পোস্ট ছাড়া অন্য কোন পোস্ট বা ব্যাক্তিগত আলাপচারিতা কঠোরভাবে নিষিদ্ধ।
৬।ব্যাচ গ্রুপ গুলোতে কারো নিজস্ব প্রচারণা ও কোন প্রকার ব্যাক্তিগত লিংক শেয়ার করা যাবেনা।
৭।আমাদের প্রতিষ্ঠানের নাম/প্রোফাইল ব্যাবহার করে কারো সাথে কোন প্রকার প্রতারণা করা যাবে না, যদি এরূপ প্রমাণ পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
৮।আমাদের ব্যাচে অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ত্ব সম্পন্ন শিক্ষার্থী আছেন, তাই সর্বদা সম্মানের সহিত অন্য শিক্ষার্থীদের সাথে আচরণ করুন।
৯।ব্যাচ Whatsapp গ্রুপ ব্যাচের প্রধান সাপোর্ট গ্রুপ তাই যে কেউ যে কোন প্রাসঙ্গিক সাপোর্টের প্রয়োজনে যে কোন সময় এখানে মেসেজ করতে পারেন, এতে যদি অন্যকারো অসুবিধা হয় তাহলে সে তার গ্রুপ নোটিফিকেশন মিউট করে রাখতে পারেন।
১০।কোর্স শেষে যে সার্টিফিকেট প্রদান করা হবে তা কোর্স শেষ হওয়ার এক মাসের মধ্যে স্টুডেন্টদের ইমেইলে প্রেরণ করা হবে এবং এটি সফট কপি হিসেবে প্রদান করা হবে কোন প্রকার হার্ডকপি বা প্রিন্টেড কপি প্রদান করা হবে না।
১১।কোন স্টুডেন্ট ব্যাচে ভর্তি হওয়ার পর ব্যাক্তিগত কোন কারণে ভর্তি বাতিল করতে চাইলে অবশ্যই ভর্তি কার্যক্রম চলাকালিন সময়ে তা বাতিল করতে পারবেন এবং সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, কিন্তু ভর্তি কার্যক্রম বন্ধ হওয়ার পর যদি কেউ ভর্তি বাতিল করতে চান তাহলে কোন টাকা ফেরত প্রদান করা হবে না।
১২।কোর্সে ভর্তি হওয়ার পর কনফার্মেশন ইমেইলে যে সকল গ্রুপের লিংক দেওয়া থাকবে সে সকল গ্রুপে নিজ দায়িত্বে জয়েন হয়ে নিতে হবে, অথবা জয়েন হতে না পারলে সরাসরি আমাকে কল করে জয়েন হয়ে নিবেন। অন্যথা পরবর্তীতে কেউ ক্লাসে জয়েন হতে না পারলে কর্তৃপক্ষ দায়ি থাকবে না।
১৩।গ্রুপের থিম, ইমুজি, লগো, নাম ইত্যাদি পরিবর্তন করা যাবেনা এবং কোন ফান পোস্ট করা যাবেনা।
১৪।ভর্তি ফরম পূরণ করার সময় যে Whatsapp নাম্বার দিয়েছেন সেই Whatsapp নাম্বার থেকে সাপোর্ট গ্রুপে জয়েন হতে হবে, ভিন্ন কোন নাম্বার থেকে জয়েন রিকুয়েস্ট পাঠালে রিকুয়েস্ট এপ্রুভ করা হবে না।
১৫।সপ্তাহে তিন দিন মেইন ক্লাস থাকবে, ক্লাসের শুরুতে ২০ মিনিট সরাসরি ফারাবি স্যার প্রশ্ন উত্তর নিবেন এবং ২০ মিনিট পর মেইন ক্লাস শুরু হবে। মেইন ক্লাস শেষে ফারাবি স্যার লিভ নিবেন এবং সাপোর্ট টিম মেম্বার দ্বারা বিভিন্ন সমস্যা সমাধানে সাপোর্ট দেওয়া হবে (অর্থাৎ মেইন ক্লাস ফারাবি স্যার নিবেন এবং সাপোর্ট ক্লাস সাপোর্ট টিম মেম্বার নিবেন, মেইন ক্লাস শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যে সাপোর্ট ক্লাস শুরু হবে)।
১৬।প্রতি শুক্রবার মেইন ক্লাস, সাপোর্ট ক্লাস, বায়ার মিটিং সহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।
১৭।আমাদের কোন এডমিন বা সাপোর্ট টিম মেম্বারের সাথে খারাপ আচারন করা যাবে না, যদি কোন এডমিন বা সাপোর্ট টিম মেম্বারের ব্যাপারে অভিযোগ থাকে আমাকে অবহিত করবেন।
১৮। বায়ার মিটিং এর সময়সীমা সকাল ১০টা থেকে রাত ২টা পর্যন্ত।
১৯। আমাদের নির্ধারিত গ্রুপ গুলোতে কারো ডেবিট/ক্রেডিট কার্ড, এন আই ডি কার্ড বা যে কোন একাউন্টের লগইন ইনফরমেশন শেয়ার করা যাবেনা। যদি কেউ উপরোক্ত বিষয়গুলো শেয়ার করে এবং তা হ্যাক হয় এর জন্য কর্তৃপক্ষ দায়ি থাকবে না।
২০।ক্লাসের কোন ছেলে স্টুডেন্ট কোন মেয়ে স্টুডেন্টকে অথবা কোন মেয়ে স্টুডেন্ট কোন ছেলে স্টুডেন্টকে ব্যাক্তিগত ইনবক্সে নক করতে পারবে না। যদি কেউ কাউকে হেল্প করতে চায় তাহলে গ্রুপে একে অপরকে হেল্প করবে। যদি কারো বিরুদ্ধে এরূপ অভিযোগ পাওয়া যায় তাহলে কোন প্রকার নোটিশ ছাড়া তাকে ব্যাচ থেকে বহিষ্কার করা হবে।
২১।ক্লাসে একই সাথে দুটি ডিভাইস থেকে কোনভাবেই জয়েন হওয়া যাবে না। মোবাইল অথবা ল্যাপটপ যেকোন একটি ডিভাইস থেকে জয়েন হতে হবে।
২২।উপরোক্ত নীতিমালার কোন এক বা একাধিকটি কেউ লংঘন করলে ব্যাচের সব স্টুডেন্টদের সম্মতিক্রমে তাকে ব্যাচ থেকে বহিষ্কার করা হতে পারে এতে করে সে কোন প্রকার এডমিশন ফি ফেরত পাবেন না।
বিঃদ্রঃ উপরোক্ত নীতিমালার যেকোনটি যে কোন সময় কর্তৃপক্ষ তাদের সুবিধা অসুবিধা বিবেচনা করে সংশোধন বা পরিবর্তন করতে পারেন ।